সুজয় মন্ডল, বসিরহাট :- রবিবার ছুটির দিনে বসিরহাট নৈহাটি ইছামতি নদীর পাড়ে বসিরহাটের বুদ্ধিজীবী সমাজের মানুষদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। বুদ্ধিজীবীদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হলেও বসিরহাটের বুদ্ধিজীবী মহলের হাতেগোনা কয়েকজন ছাড়া উপস্থিত ছিলেন না শিল্পী-সাহিত্যিকরা। মুষ্টিমেয় কয়েকজন চিত্রশিল্পী, নাট্য শিল্পী, সাহিত্যিকদের সঙ্গে সভায় উপস্থিত ছিলেন বসিরহাট ব্যবসায়ী সমিতির সদস্য সহ বসিরহাট আদালতের আইনজীবী ও বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক। সভায় উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা নুসরতকে বসিরহাটের হুবু সাংসদ হিসাবে ধরে নিয়ে বক্তব্য রাখেন এদিন। ঠিক তেমনভাবে নুসরাত জাহানের কাছে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতাল নিয়ে বলতে গিয়ে হাসপাতালে চিকিৎসা পরিষেবা আসল চিত্রটা তুলে ধরে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালেরমান উন্নত করতে মাস্টার ডিগ্রী ধারী চিকিৎসকের প্রয়োজন রয়েছে বলে উল্লেখ করেন চিকিৎসক সুব্রত দাস। প্রসঙ্গত,গত বিধানসভা নির্বাচনে বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে জয়ের পরে বসিরহাটের সমস্ত উন্নয়নের দিক নিজে হাতে তদারকি করে আসছেন বিধায়ক দিপেন্দু বিশ্বাস। অথচ তার সামনেই এদিন হাসপাতালে পরিষেবা নিয়ে নুসরত জাহানকে জানালেন চিকিৎসক। আর জয়ের আগেই বসিরহাটের চিকিৎসা পরিষেবা থেকে শুরু করে সংস্কৃতি জগতের বিভিন্ন বিষয়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে গেলেন নুসরত জাহান।