রাহুল রায়, পূর্ব বর্ধমানঃ- রবিবার বর্ধমান ১ নং ব্লকের দ্রব্যমূল্য বৃদ্ধি এবং পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাপজোলা থেকে নেড়োদিঘী পর্যন্ত একটি বিশাল মিছিল করে তৃণমূল কংগ্রেস। এই মিছিলে নেতৃত্ব দেন বর্ধমান ১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভানেত্রী কাকলি গুপ্তা, যুব সভাপতি মানস ভট্টাচার্য সহ তৃণমূল কংগ্রেস নেত্রী বৃন্দ। মিছিলে প্রায় পাঁচ হাজার তৃণমূল কংগ্রেস কর্মী অংশগ্রহণ করে। মিছিলের শেষে বর্ধমান ১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভানেত্রী কাকলি গুপ্তা জানান, কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদে তারা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামবেন।