প্রবীর মণ্ডল, পূর্ব বর্ধমান :- বর্ধমান শহরে টাউনহলে নাট্যচর্চা শুরু করতে উদ্যোগী নিল শহরের একটি সংস্থা ইনসাইড আউট। এবার থেকে প্রত্যেক মাসে এক শনিবার কিংবা রবিবার বর্ধমানের টাউনহল নিয়ম করে নাটকের শো হবে, উদ্যোগী নিল শহরেরই একটি সংস্থা ইনসাইড আউট।এই সংস্থার নিজস্ব প্রযোজনার নাটক যেমন মঞ্চস্থ হবে তেমনি অন্যান্য নাট্য গোষ্ঠীর নাটক দেখানো হবে।সব মিলিয়ে মাসে অন্তত একদিন নিশ্চিত ভাবে নাটক দেখতে পারবেন বর্ধমান শহরবাসী।এতদিন ভালো নাটক দেখার জন্য কোন ব্যবস্থা ছিল না বর্ধমান শহরে অথচ শহরের বেশ কিছু ভালো নামিদামি নাট্যদল নিয়মিত শো করে চলেছে কলকাতা সহ বিভিন্ন জায়গায়। কিন্তু নিজেদের শহরে তাদের শো হতো না কারণ বর্ধমান শহরে কোন হল ভাড়া করে নিয়মিত নাটক করার খরচ বহন করার ক্ষমতা অধিকাংশ দলেরই নেই। এই সমস্যা মেটাতে উদ্যোগী হয়েছিলেন পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বরূপ দত্ত তিনি নিজেই নাট্য প্রেমী তার উদ্যোগে কাউন্সিলরদের একটি বোন মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছিল প্রতি শনিবার কিংবা রবিবার বর্ধমান শহরের টাউন হল বিনামূল্যে ভাড়া দেওয়া হবে নাট্যচর্চার জন্য। কিন্তু তার পরেও শহরের নাটকের চর্চা শুরু হয়নি। তবে এবার হয়তো ছবিটা বদলাবে আশাবাদী শহরের সংস্কৃতিমনস্ক বাসিন্দারা। ইনসাইড আউট সংস্থার তরফে জানানো হয়েছে প্রাথমিকভাবে একটি শো হবে পরে চাহিদা দেখে মাসে দুটো বা পরবর্তী ক্ষেত্রে চারটি শো করা যেতে পারে অন্য বেশ কয়েকটি শহরে নিয়মিত থিয়েটার শুরু হয়েছে কলকাতার পরেই শান্তিপুর, গোবরডাঙ্গা,বাঁশবেড়িয়া, বহরমপুর, রায়গঞ্জ সহ বিভিন্ন জায়গায় প্রতি মাসে তারা তিন চারটি নাটক মঞ্চস্থ করে নিজেদের শহরে। সেখানে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে নাট্যদল যোগ দেয় এই শহরগুলি পারলে বর্ধমান ও পারবে মূলত আশাবাদী সংস্থার সদস্যরা। প্রাক্তন চেয়ারম্যান স্বরূপ দত্ত বলেন, পৌর সভার সিদ্ধান্ত মানুষের ভালোর জন্যই নেওয়া হয়েছে। উদ্যোগী সংস্থার জন্য অগ্রিম শুভেচ্ছা রইল আমিও যাব নাটক দেখতে।