প্রবীর মণ্ডল, পূর্ব বর্ধমান :- সাতসকালে ঘটে গেল পথ দুর্ঘটনা। বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জন গেটের সামনে। পণ্য বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারলো ডিভাইডারে। হতাহতের কোন ঘটনা ঘটেনি। চালক ঘুমিয়ে পড়ার জেরেই এই বিপত্তি বলে অনুমান।একটি ক্রেন এসে গাড়িটিকে সরানোর কাজ চলছে। ট্রাকটি বর্ধমান স্টেশনের দিক থেকে বিরহাটা, আলিশা দিকে যাচ্ছিল। সকাল থেকেই এই দুর্ঘটনা কারণে যানজটের সৃষ্টি হয় বর্ধমানের প্রাণকেন্দ্র কার্জন গেটের সামনে। ঘটনাস্থলে আসে বর্ধমান থানার ও ট্রাফিক পুলিশ।