নিজস্ব সংবাদদাতা, বরানগরঃ- বরানগরে করোনা টিকাকরণ দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা। টিকা নিতে আসা মানুষদের মধ্যে। অব্যবস্থার অভিযোগ তোলেন টিকাগ্রহীতারা। রাত ১টা থেকে লাইনে দাঁড়িয়েও টিকা পাওয়া যায়নি বলে অভিযোগ সাধারণ মানুষের।
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বরাহনগর থানার পুলিশ। বরাহনগর পুরসভার স্বাস্থ্যকেন্দ্রে চলছে করোনা টিকাকরণের দ্বিতীয় ডোজ দেওয়ার কাজ।
অভিযোগ, করোনা টিকাকরণ প্রদান করাকে কেন্দ্র চূড়ান্ত অব্যবস্থা। বয়স্ক মানুষ যারা টিকা নিতে এসেছে তারা রাত একটা থেকে লাইনে দাঁড়িয়ে সকাল সাড়ে এগারোটা পর্যন্ত দাঁড়িয়ে থাকার পর শুরু হচ্ছে না ভ্যাকসিন দেওয়ার কাজ।
আরও অভিযোগ টিকাকরণের প্রথম ডোজ দেওয়ার পর ২৮ দিন পেরিয়ে যাওয়ার পর পুরসভায় টিকা নিতে আসা ব্যক্তিদের পুরসভা থেকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে না, কারণ হিসেবে দেখানো হচ্ছে যে ৪২ দিন অতিক্রম না হওয়া পর্যন্ত টিকা দেওয়া হবে না।
এই ঘটনা নিয়েই পুরসভা চত্বরে ভ্যাকসিন নিতে আসা মানুষদের মধ্যে উত্তেজনা দেখা দিলে এই নিয়ে উত্তেজনা দেখা দিলে বরাহনগর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।