সনাতন গরাই,দুর্গাপুর :- গোপালমাঠে ধুন্দরা প্লটের কাছে কিছু লোক ও কিছু যুবক বসে গল্প করছিল।হটাৎ এক যুবক সঞ্জয় বাউড়ির সাথে বছর ৬০ এর বুড়ো বাউড়ির সাথে শুরু হয় বচসা। সাময়িকভাবে কমে যায় ঝামেলা।বুড়ো বাউড়ি বাড়ি চলে যায়,তারপর টাঙি নিয়ে এসে সঞ্জয় বাউরির উপর চড়াও হতে গেলে তার এক বন্ধু তাকে বাঁচাতে গেলে টাঙ্গির আঘাতে গুরুতর জখম হয়।তার বন্ধুকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।সেখান থেকে পালিয়ে যায় বুড়ো বাউড়ি।স্থানীয় লোকজন দুর্গাপুরের তৃনমুল নেতা প্রভাত চ্যাটার্জীর দ্বারস্থ হন শাস্তির দাবিতে।ঘটনাস্থলে আসে ওয়ারিয়া থানার পুলিশ।একটি টাঙি সহ বুড়ো বাউরিকে গ্রেফতার করা হয়।