নিজস্ব প্রতিনিধি,বীজপুর :- বীজপুর থানার তৎপরতায় অনেক মানুষ ফিরে যায় তার নিজের বাড়ি। এমনই ঘটনা সাক্ষী আবার বীজপুর থানা, বনগাঁর দত্তপাড়ার বাসিন্দা গত ১৪ তারিখ রবিবার দুপুর বারোটার সময় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ গৌরাঙ্গ বণিক(৮০) কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। এতে চিন্তার বাঁধ ভেঙে পরে ওই বৃদ্ধের পরিবারের উপর। তারা অভিযোগ জানায় বনগাঁ থানায় । বাড়ির লোক না খুঁজে পেয়ে রাস্তায় রাস্তায় মাইকিং করে। অবশেষে ফোন যায় বীজপুর থানা থেকে ও স্বস্তির নিঃশ্বাস পায় ওই পরিবার। গত ১৫ তারিখ রাত্রিবেলা বীজপুর থানার পুলিশ অফিসার মিঠুন পাল হালিশহর বাগমোড়ে ডিউটি করার সময় চোখে পড়ে ওই বৃদ্ধ মানুষটির উপর। তিনি তড়িঘড়ি গাড়ি থেকে নেমে উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং তদন্ত শুরু করে। অবশেষে বাড়ির লোকের খোঁজ পায়। ১৬ তারিখ সন্ধেবেলা বনগাঁ থেকে আসা পরিবারের হাতে তুলে দেন ভারসাম্যহীন গৌরাঙ্গ বনিক কে। বৃদ্ধ বাবাকে পেয়ে খুশি। পরিবারের সবাই বীজপুর থানার সমস্ত অফিসার ধন্যবাদ জানায়। বীজপুর থানার অফিসার মিঠুন পাল হাত ধরে বাড়ি ফিরে অনেকেই।