সংবাদদাতা, বনগাঁ :- বধূ নির্যাতন ও ভ্রুণ হত্যার দায়ে স্বামী ও ননদকে ৬ বছরের সাজা ঘোষণা বনগাঁ আদালতের।
২০১৩ সালের ১১ জানুয়ারি বনগাঁ ছয়ঘরীয়ার সুমন দাসের সঙ্গে বিয়ে হয় ঘটবওরের শুকপুকুরিয়া গ্রামের মহারানী দাসের l
পরবর্তীতে মহারানী দাস ২০১৫ সালে ২০ ফেব্রুয়ারিতে বনগাঁ থানায় স্বামী সুমন দাস , শশুর নিমাই দাস , শাশুড়ী মিনতি দাস , ননদ সম্পা দাসের বিরুদ্ধে বধূ নির্যাতন ও ভ্রুণ হত্যার মামলা দায়ের করে l পরবর্তীতে শাশুড়ী ও শশুরকে মুক্তি দেয় আদালত । সমস্ত স্বাক্ষী প্রমান নিয়ে আজ বনগাঁ মহকুমা আদালতের ফাস্টট্রাক টু এর বিচারক অশিম কুমার দেবনাথ স্বামী সুমন দাস ও ননদ সম্পা দাসের ৬ বছরের জেল ও ১০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেয়।