সংবাদদাতা, দেগঙ্গা :- বড়োসড়ো বাইক পাচার চক্রের হদিশ মিলল দেগঙ্গাতে! শহর অঞ্চল ও গ্রাম বাংলার মধ্যে বিস্তীর্ণ এলাকা থেকে রাতের অন্ধকারে দিনে দুপুরে বাইক চুরি হয়ে যাচ্ছিল। এমনটি অভিযোগ আছে দেগঙ্গা থানার পুলিশের কাছে। সেই সূত্র ধরে দেগঙ্গা থানার পুলিশ তল্লাশিতে নামে। তল্লাশিতে নেমে গোপন সূত্রে খবর পেয়ে দেগঙ্গা বেড়াচাঁপা এলাকা থেকে বাইক পাচার চক্রের মূল অভিযুক্ত ও বিখ্যাত সমাজ বিরোধী নাজমুল হোসেন ওরফে রাজা ওর তার ও সহযোগী নাসির হোসেন দফাদার কে গ্রেফতার করে দেগঙ্গা থানার পুলিশ। এদেরকে পুলিশ জেরা করে জানতে পেরেছে মধ্যমগ্রাম, কলকাতা, বাগুইআটি সহ বিস্তীর্ণ এলাকা থেকে নামিদামি কোম্পানির বাইক চুরি করে নিয়ে এসে সেগুলো বিক্রি করতো। অপরাধ ঢাকতে মূল অভিযুক্ত রাজা একটি বাইকের গ্যারেজ খুলে রেখেছিলো। মানুষের কাছে রাজা সাপাই দিত সে বাইকের বাইক মিস্ত্রি। কিন্তু বাইক মিস্ত্রি আড়ালে দীর্ঘদিন ধরে এই চক্র চালিয়ে যাচ্ছিল তা পুলিশের কাছে স্বীকার করেছে। ধৃতদের থেকে তল্লাশি চালিয়ে জিজ্ঞাসাবাদ করে প্রায় দেড় লক্ষ টাকা মূল্যের চারটি পালসার মটর বাইক পুলিশ উদ্ধার করেছে এবং এবং তাদের কাছ থেকে পাওয়া গেছে এক রাউন্ড গুলি ও একটি ওয়ান শাটার।ধৃতদের নিজেদের হেফাজতে চেয়ে আজ বারাসাত মহকুমা আদালতে পাঠানো হবে বলে পুলিশ সূত্রে জানা যায়। তবে এই চক্রের সঙ্গে কে বা কারা জড়িত আছে সে বিষয়ে তদন্তে নেমেছে দেগঙ্গা থানার পুলিশ।