সানওয়ার হোসেন, বজ বজ :- দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দক্ষিণ ২৪ পরগনার বজ বজ আছিপুর থেকে হাওড়ার উলুবেরিয়া যাওয়ার জন্য গঙ্গা নদীর ওপর দীর্ঘ প্রত্যাশার ভেসেল পরিষেবা স্থায়ীভাবে চলাচলের জন্য চালু হল।আজ তার শুভ উদ্বোধন হয়ে গেলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর পরিচালনায় এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার সভাধিপতি সামীমা সেখ ও জেলা পূর্ত ও পরিবহন দপ্তরের কর্মাদক্ষ সিমন্ত বৈদ্যের সহযোগিতায় যাত্রী সুরক্ষায় ভেসেল ও জলধারা বোর্ড চালু হয়। এই পরিষেবা চালু হওয়াতে উপকৃত হবেন হুগলি নদীর দুইপারের কয়েক লক্ষ নিত্যযাত্রী। আপাতত দশ টাকার বিনিময়ে যাত্রী পারাপারের ব্যবস্থা করা হয়েছে। তবে মানুষের অনুরোধে এই পরিষেবা যাতে রাত্রি দশটা পর্যন্ত করা যায় তার জন্য বিশেষভাবে ভেসেল কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে। বর্তমানে এই দুই ফেরী ঘাটের ঠিকা জেলাপরিসদ থেকে পেয়েছেন শেখ জাহির আব্বাস। যার বহুদিনের স্বপ্ন এই ঘাটটি তার নিজের তত্ত্বাবধানে নেওয়ার। সেই পরিকল্পনাই এদিন সম্পূর্ণ হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক শেখ ইদ্রিস আলী; উলুবেড়িয়া পুরসভার কাউন্সিলার শেখ সেলিম; পুজালী পুরসভার উপ পুরপ্রধান ফজলুল হক; পুজালী টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আরিফ হোসেন সহ আরো অন্যান্য কাউন্সিলার বৃন্দরা ।