সানওয়ার হোসেন, বজবজ :- বজবজের “কিওর ক্লিনিক” নামে একটি নার্সিংহোম পশ্চিমবঙ্গের সি.এম.ও.এইচ বিভাগ ও একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বন্ধ করে দিল। নার্সিংহোম কর্তৃপক্ষের দাবি বিজেপি করার কারণেই এই চক্রান্ত। উল্লেখ চলতি মাসের ২৩ তারিখে ফায়ার লাইসেন্স রিনুয়াল করার জন্য নার্সিং হোমের মালিক ডঃ তরুণ আদক কে একটি চিঠি পাঠানো হয় স্বাস্থ দপ্তর থেকে। কিন্তু সেই চিঠির কোনো সদুত্তর তিনি দেননি সেই কারণেই গতকাল বজ বজ থানার পুলিশ, একজন ম্যাজিস্ট্রেট এবং পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের কয়েকজন আধিকারিক এসে এই নার্সিংহোম টি বন্ধ করে দেয়।
এ প্রসঙ্গে কর্তৃপক্ষ যেমনটা জানান, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের একটি অনুষ্ঠানে তিনি গিয়েছিলেন, কারণ তিনি বজবজ এলাকার বিজেপির দায়িত্বপ্রাপ্ত কনভেনার, আর তার পর থেকেই নানা রকম ভাবে তিনি জানতে পারেন তার নার্সিংহোম নাকি সিল করে দেয়া হবে। সূত্রের খবর এই লাইসেন্স রেনুয়াল করার পরে সেই কপি স্বাস্থ্য দপ্তরে জমা করলে পুনরায় তিনি নার্সিংহোম খুলতে পারবেন। আপাতত রোগী দেখার জন্য তার চেম্বারটি খোলা থাকলেও, রোগী ভর্তি রেখে নার্সিংহোমে চিকিৎসা করতে পারবেন না। সিল করার সাথে সাথে একটা নোটিশ ও সাঁটিয়ে দেয়।