সানওয়ার হোসেন, বজবজ :- দক্ষিণ ২৪ পরগনার অন্তর্গত বজবজ পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের ডি. বি. সি. আর. রোড এর একটি বন্ধ ঘর থেকে উদ্ধার হল বৃদ্ধার পচা গলা দেহ। ৬৫ বছর বয়সী শ্যামলী ঘোষ একাই থাকতেন ওই বাড়ীতে। ৪ বছর আগে তার বড় ছেলের বিবাহ দেওয়ার পর থেকে নিরুদ্দেশ সেই জন্যই শ্যামলী ঘোষ মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। মেয়ে তারও বিয়ে হয়ে গিয়েছে। ৫ বছর আগে স্বামী চন্দ্র নাথ ঘোষ সেও মারা গিয়েছেন। স্বামীর করা ফিক্সড ডিপোজিট থেকেই সংসার চলত। মাঝেসাঝে মেয়ে জামাই এসে দেখে যেতো। আজ পাড়ার লোকজন পচা গন্ধ নাকে আসলে সন্দেহ হয় এবং বজবজ থানায় খবর দেয়। থানার অফিসার বন্ধ ঘরের দরজা ভেঙে দেহ টি উদ্ধার করেন। পুলিশ এর প্রাথমিক অনুমান সম্ভবত বয়স জনিত কারণে শ্যামলী ঘোষের মৃত্যু হয়েছে। বজবজ থানা বডি উদ্ধার করে বজ বজ পৌর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন। আপাতত দেহটিকে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।