পল মৈত্র, দক্ষিণ দিনাজপুরঃ- দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারীতে মসজিদে নামাজ চলা কালীন এক ব্যক্তিকে কোদালের দ্বারা কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠলো প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনার পরই গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত কে। দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিরোলি এলাকার ঘটনা। মৃতের নাম হাবিল মমিন(৬৪) । তিনি বিরোলি এলাকার বাসিন্দা। ঘটনায় ধৃতের নাম সত্তার রহমান বয়স(৩৫)। শনিবার সন্ধ্যায় বিরোলী এলাকার এক মসজিদে ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে প্রাথমিক অনুমান, পুরোনো শত্রুতার জেরেই খুন করা হয়েছে। রবিবার মৃতদেহটি ময়না তদন্তের জন্য বালুরঘাট মর্গে নিয়ে যাওয়া হয়। ঘটনার তদন্তে নেমেছে বংশীহারী থানার পুলিশ। ঘটনার পর এলাকা জুড়ে আতঙ্কের আবহ সৃষ্টি হয়েছে।