সংবাদদাতা, ব্যারাকপুর :- গতকাল রাতের ঘটনার পর ফের উত্তর ২৪ পরগণার ভাটপাড়ায় দুষ্কৃতীদের দৌরাত্ম্য, বোমাবাজি। আজ সকালে ভাটপাড়ার কাঁকিনাড়া ৬ নম্বর গলিতে পরপর দুটি বোম ছোঁড়ে। এই ঘটনার জেরে এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পরে। সকাল থেকে কাঁকিনাড়া বাজার এলাকায় দোকান বন্ধ থাকে। ঘোষপাড়া রোডে চলছে পুলিশের টহল।