সংবাদদাতা, ব্যারাকপুর :- আজ ফের দুপুর দুটোর সময় তাজা বোমা উদ্ধার করল ভাটপাড়া থানার পুলিশ ৬ নম্বর গলি কাঁকিনাড়া বাজার সংলগ্ন এলাকায় থেকে গোপন সূত্রে খবর পেয়ে ভাটপাড়া ১৪ নম্বর কাউন্সিলার নাসির খান বাড়ি সংলগ্ন জামে মসজিদ এলাকা থেকে উদ্ধার করল ১৪ পিস তাজা বোমা। কি কারণেই বোমাগুলো আনা হয়েছিল, কি উদ্দেশ্য ছিল। সেগুলোই তদন্ত করছে পুলিশ।
প্রসঙ্গত, কাঁকিনাড়া বেশ কিছুদিন ধরে উত্তপ্ত। যখন তখন চলছে বোমাবাজি। গত কাল দিনে ও রাতে এলাকার দুষ্কৃতিকারীরা বোমাবাজি করে। সেই ঘটনায় জগদ্দল থানার পুলিশ ১০ জনকে গ্রেফতার করেছে। সিসিটিভিতে পাওয়া গেছে বোমাবাজি ফুটেজও।