সংবাদদাতা, ভাটপাড়া :- আবার উত্তপ্ত ভাটপাড়া। রাত ৮.৪৫ নাগাদ বোমে কেঁপে উঠল ভাটপাড়া পুরসভার কাঁকিনাড়া রামনগর কলোনি। ওই এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয়ের পাশে যুবক সংঘ নামে একটি ক্লাবের ছাদে আচমকাই বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। সেই সময় বোমের বিস্ফোরণে মৃত্যু হয়েছে বিশু সরকার (৫৫) -এর। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ভাটপাড়া থানার পুলিশ ও কমব্যাট ফোর্স । এলাকায় পুলিশ তল্লাশি চালিয়ে বেশ কিছু বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে। পুলিশের প্রাথমিক অনুমান, সেখানে বোমা তৈরি করতে গিয়েই আচমকায় বিস্ফোরণ ঘটে। সেই শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে ছাদে গিয়ে বিশু সরকারকে রক্তাক্ত দেহ দেখতে পায়। তড়িঘড়ি ভাটপাড়া স্টেট জেনেরাল হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরিস্থিতির অবনতির জন্য সেখান থেকে স্থানান্তরিত করে কল্যাণী জেএনএম হাসপাতালে পাঠা হয়। পরে মৃত্যু হয় বিশু সরকারের। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পাশেই বাচ্চাদের স্কুল, দিনের বেলায় বিস্ফোরণটি ঘটলে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো। ঘটনার তদন্ত করছে পুলিশ।

এদিকে ওই ক্লাবের পাশেই রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয় । স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, বিস্ফোরণটি যদি দিনের বেলা ঘটত তা হলে ছাত্র-ছাত্রীদের বড়সড় দুর্ঘটনার মধ্যে পড়তে হতে হত । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।