সনাতন গরাই, দুর্গাপুর:- দুর্গাপুর জুড়ে চলছে দুষ্কৃতীদের তাণ্ডবলীলা।ফের দুর্গাপুরের এ-জোনের দয়ানন্দ রোডে রাতের অন্ধকারে গাড়ির গ্যারেজ থেকে পুড়লো গাড়ি।ঘটনার সূত্র ধরে জানা গেছে দয়ানন্দ রোডের বাসিন্দা উৎপল রায় বেনাচিতির একটি ইলেক্ট্রিকের দোকানে ম্যানেজার পদে কাজ করেন।তার বাড়ির পাশে এক স্থানীয় বাসিন্দা এখানে না থাকায় তাদের গ্যারেজে গাড়িটি রাখতেন উৎপলবাবু।মাঝ রাতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখতে পেয়ে স্থানীয় মানুষ চিৎকার করে,চিৎকার শুনে বেরিয়ে আসে উৎপল বাবু।আগুন ধরানোর পাশাপাশি পেট্রোল বের করার চেষ্টা করে,সেই বোতল পরে থাকতে দেখা যায়।
এর পর খবর দেওয়া হয় পুলিশকে,ঘটনাস্থলে পুলিশ আসে এবং পরিস্থিতি দেখে।কিন্তূ স্থানীয় মানুষের অভিযোগ চলতি বছরে দুর্গাপুরে একাধিক জায়গায় গাড়ি পুড়তে দেখা গেছে,তা সত্ত্বেও পুলিশি নিরাপত্তা কেন বাড়ানো হচ্ছে না সে বিষয়ে প্রশ্ন উঠছে।