সনাতন গরাই, দুর্গাপুর :- এবার কাটমানির অভিযোগে উত্তপ্ত কাঁকসার বামুনারার রড তৈরির কারখানায়। কারখানার কর্মীদের অভিযোগ গত আট বছর ধরে পার্থ সেন নামে এক তৃণমূল কর্মী কারখানা কর্তৃপক্ষেকে দিয়ে টাকা কাটা করাচ্ছে। এই অভিযোগের ভিত্তিতে শনিবার উত্তপ্ত হলো বামুনাড়ার শিল্পতলুক।এই শিল্প তালুকে এই দিন প্রায় ২০০শ্রমিক টাকা ফিরিয়ে দেওয়ার বিক্ষোভ দেখায়। পরিস্থিতি আয়ত্তে আনতে ঘটনাস্থলে আসে কাঁকসার বিশাল পুলিশবাহিনী। কারখানা কর্মীদের অভিযোগ পার্থ সেনকে কারখানা থেকে বের করতে হবে।বেশ কয়েকঘন্টা ধরে চলে বিক্ষোভ পরে কারখানা কর্তৃপক্ষের আশ্বাসে বিক্ষোভ তুলে নেয়। এর পরিপ্রেক্ষিতে তৃণমূল নেতা দেবদাস বক্সি জানান বিজেপি তৃণমূল সরকারকে কলঙ্কিত করার জন্য শ্রমিকের খোঁচা দিয়ে অশান্ত করছে যাতে করে কারখানা বন্ধ হয়ে যায়। তৃণমূল সরকার কারখানা বাঁচানোর জন্য যা পদক্ষেপ গ্রহণ করতে হয় তাই করবে।