বিশেষ সংবাদদাতা :- মঙ্গলবার রাতে দিল্লির অল ইন্ডিয়া মেডিক্যাল ইনস্টিটিউটে প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ প্রয়াত হয়েছেন। তাঁর বয়স হয়েছিল মাত্র ৬৭ বছর। হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিত্‍‌সকেরা। তিনি ভারতীয় জনতা পার্টির জনপ্রিয় নেত্রী ছিলেন। সূত্রের খবর, এদিন রাত ১০টা নাগাদ হঠাত্‍‌ অসুস্থ বোধ করেন সুষমা। বুকে ব্যথা অনুভব করায় তাঁকে এইমসে নিয়ে যাওয়া হয়। চিকিত্‍‌সার জন্য সেখানে নিয়ে হলে চিকিত্‍‌সকরা আপ্রাণ চেষ্টা করেও, শেষরক্ষা করতে পারেননি। তাঁর চিকিৎসার জন্য ৪ সদস্যের দল ও গঠন করা হয়। কিন্তু পরে চিকিৎসায় আর সাড়া দেননি। সুষমা স্বরাজ ছিলেন ভারতের ইতিহাসে সর্ব কনিষ্ঠ সাংসদ। সুপ্রিম কোর্টের আইনজীবীও ছিলেন তিনি। ২০১৪- ২০১৯ সাল পর্যন্ত বিদেশ মন্ত্রী ছিলেন তিনি। তাঁর ২০১৬ সালে কিডনি প্রতিস্থাপন হয়। শারীরিক অসুস্থতার কারণে ২০১৯ লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার আর্জি তিনি ফিরিয়ে দিয়েছিলেন। কাশ্মীরের ঐতিহাসিক পদক্ষেপ নিয়ে মৃত্যুর মাত্র প্রায় তিন ঘণ্টা আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ট্যুইট করেছিলেন।


প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ প্রয়াত হওয়ার ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে জানিয়েছেন, যেখানেই তিনি কাজ করেছেন, দক্ষতার পরিচয় দিয়েছেন। দুর্দান্ত নেত্রী। অনেকের কাছে তিনি ইন্সপিরেশন। বিশ্বের যে কোনও প্রান্তে বিপদে পড়া ভারতীয়দের জন্য তিনি বারবার হাত বাড়িয়ে দিয়েছেন। আর এখানেই তিনি অন্যদের থেকে অনেক আলাদা।