সমরেশ রায়, কলকাতা :- উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রাজ্য কমিটির ডাকে শিয়ালদহ থেকে ধর্মতলা রানি রাসমণি পর্যন্ত এস এন ব্যানার্জী রোড ধরে মিছিল করলেন। তাদের দাবী প্রাথমিক শিক্ষকদের অবৈধ ভাবে বদলির কারনে এই প্রতিবাদ মিছিল। মিছিলের নেতৃত্ব দেন সংস্থার সম্পাদক দীপা বিশ্বাস, শিক্ষক নেতা তপন মন্ডল। সবার মুখে একি বক্তব্য যদি এই বদলি রোধ করা না হয়, তবে আরও বৃহত্তর আন্দোলনে পথে নামবেন। কারন একটা প্রাইমারি শিক্ষিকা ১০০- ৫০০ কিলোমিটার দূরে বদলি করা হচ্ছে । যেখানে কিছু কিছু জায়গায় প্রায়ই যোগাযোগ নাই, কোন যানবাহন ১০-১৫ মিনিটের রাস্তা জন বহুল পেরিয়ে যেতে হয় পায়ে হেঁটে। এবং ২ কিলোমিটারের মতো পথ পায়ে হেঁটে শিক্ষিকাদের প্রাণ নিয়ে রাস্তায় হেঁটে যেতে হয়।