সৌগত মন্ডল, বীরভূম :- আজ বীরভূমের রামপুরহাট ২নং ব্লকের বেনেগ্রাম কৃষাণ মান্ডিতে পশ্চিমবঙ্গ সরকার প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে হাঁস ও মুরগী বাঁচ্চা় বিভিন্ন গ্রামপঞ্চায়েতের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। তারা উপভোক্তাদের বিতরণ করবেন। এদিন উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পক্ষ সুপ্রিয়রঞ্জন মন্ডল ও রামপুরহাট -২নং সমষ্টি উন্নয়ন আধিকারিক রাজীব পোদ্দার । পুজোর পর ছাগল বিতরণ করা হবে বলে জানান।