সনাতন গরাই, দুর্গাপুর :- বৃহস্পতিবার জিতেন্দ্র তেওয়ারী বৈঠক করলেন প্রাক্তন বিধায়ক অপূর্ব মুখার্জির বাড়িতে।প্রায় অনেক্ষন চলে তাদের এই বৈঠক।দলের বিভিন্ন কার্যকলাপ নিয়ে আলোচনা হয় তাদের মধ্যে।নব্য জেলা সভাপতি জানান অপূর্ববাবুকে দলের কর্মকর্তা হওয়ার কথা জানাতে গিয়েছিলেন।অপূর্ব মুখার্জী জানান জিতেন্দ্র আমাকে অভিভাবকের ভূমিকা পালন করতে বলেছে,পুরোনো কর্মী হিসেবে আমি দলের কোথায় কি দুর্বলতা আছে সেটা জানি।গত দুবার বিধানসভা নির্বাচনে জিতেন্দ্রের কাছে পরাজিত হয় অপূর্ব মুখার্জী।সেই প্রেক্ষিতে অপূর্ব মুখার্জির দল থেকে একটু একটু করে দুরত্ব বাড়তে থাকে।দুর্গাপুরে মানুষের মধ্যে জল্পনা সৃষ্টি হয় তিনি অন্য দলে যাচ্ছেন বলে।২০১৯লোকসভা কেন্দ্রে দুর্গাপুরের দুটি আসনে পরাজিত হয় তৃনমুল।দুর্গাপুরে দলের হাল ফেরাতে তৃনমুলের নতুন জেলা সভাপতি জিতেন্দ্র তেওয়ারী।দলের এই পরিস্থিতিকে কি পাল্টে দেবে নব্য জেলা সভাপতি, জিতেন্দ্র তেওয়ারী।