নিজস্ব সংবাদদাতা :- প্রয়াত হলেন মোহনবাগানের ক্লাবের প্রাক্তন সচিব অঞ্জন মিত্র। কিডনির সমস্যা নিয়ে গত সোমবার বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। আজ ভোর ৩টা ১০ নাগাদ তাঁর মৃত্যু হয়। দীর্ঘদিন কিডনি সমস্যায় ভুগছিলেন তিনি। গত সোমবার অসুস্থ হয়ে পড়েন মোহন বাগানের প্রাক্তন সচিব। তাঁর চিকিৎসা চলছিল। তাঁর দেহ নিয়ে ট্যাংড়ার বাড়িতে যাওয়া হবে। তারপর মোহন বাগান ক্লাবে নিয়ে যাওয়া হবে। তিনি মোহন বাগান সচিব ছিলেন প্রায় দু দশক ধরে। তিনি ছিলেন মোহন বাগান অন্ত প্রাণ। শুক্রবার মোহনবাগান তাঁবুতে তার প্রতি শেষ শ্রদ্ধা জানান বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, সুজন চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব ও সমাজের বিশিষ্ট জনেরা।