সানওয়ার হোসেন, কলকাতা :- প্রয়াত হলেন প্রখ্যাত নৃত্য শিল্পী গায়ত্রী চট্টোপাধ্যায়। দীর্ঘদিন ধরে অসুস্হতার কারণে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ ভোর ৬টার সময় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮৫ বৎসর।সকাল ১০ টার সময় তার শববাহী শকট হসপিটাল থেকে র ওনা দেবে সিরিটি শ্বশানের দিকে। রবীন্দ্রভারতী র নৃত্যকলা বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধানকে শেষ শ্রদ্ধা জানাতে হাসপাতাল চত্ত্বরে হাজির হয়েছে তার অসংখ্য গুণমুগ্ধ ও ছাত্রছাত্রী।এখন গায়ত্রী দেবীর লেখা নৃত্যকলা বিষয়ক বই ছাত্রছাত্রীদের কাছে সমাদৃত ।