অলোক আচার্য :- প্রয়াত বিশিষ্ট কবি- সাহিত্যিক নবনীতা দেবসেন।৮১ বছর বয়সে প্রয়াত হলেন কবি ও সাহিত্যিক নবনীতা দেবসেন। আজ সন্ধ্যা ৭.৩৫ মিনিটে তিনি প্রয়াত হন। দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। অঙ্গপ্রতঙ্গ বিকল হয়ে যায় তাঁর ৷ ১৯৫৯ সালে প্রথম বই ‘প্রথম প্রত্যয়’ ৷ ১৯৭৬ সালে তাঁর লেখা প্রথম উপন্যাস ‘আমি অনুপম’ ৷ ১৯৭৫-২০০২ পর্যন্ত যাদবপুরে তুলনামূলক সাহিত্যে অধ্যাপনা করতেন নবনীতা দেবসেন৷ ১৯৯৯ সালে সাহিত্য আকাদেমি পুরস্কারে সম্মানিত হন তিনি। ২০০০ সালে পান পদ্মশ্রী সম্মানে ভূষিত হন। তাঁর প্রয়াণে শোকাহত সাহিত্যিক মহল ৷ বিশিষ্ট কবি- সাহিত্যিক নবনীতা দেবসেনের মৃত্যুতে ট্যুইটারের মাধ্যমে শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।