নিজস্ব সংবাদদাতা :- প্রতিমা বিসর্জনে জল দূষিত হয়ে পড়ার জেরেই দূষণ থেকে মাছের মড়ক লাগলো বাগুইআটি রেলপুকুরে। বেশ কয়েকদিন ধরেই মাছে মোড়ে ভেসে উঠছিল পুকুর। আজ শয়ে শয়ে মরা মাছ ভেসে ওঠে পুকুরপাড়ে। দশমীর পর থেকেই দুর্গাপুজো ও লক্ষীপুজোর কয়েকশো প্রতিমা বিসর্জন হয়েছে বাগুইআটি রেল পুকুরে। প্রতিমা তুলতে দেরি হওয়ায় বিষাক্ত রাসায়নিক ছড়িয়ে পড়ে পুকুরের জলে। সেই কারনেই মাছ গুলি মারা গিয়েছে মনে করছেন স্থানীয় মালী সুভাষ মন্ডল। তার দাবি দুর্গাপুজো লক্ষ্মী পূজার প্রতিমা গুলি বিসর্জন হয়েছে এই পুকুরে। তারপর থেকেই ধীরে ধীরে মাছ মরতে শুরু করে। প্রসঙ্গতঃ এই পুকুরে মাছ চাষ করে স্থানীয় ইউনাইটেড ক্লাবের সদস্যরা। পুকুরের বেশিরভাগ মাছ মরে যাওয়ায় ক্ষতির সম্মুখীন হয়েছে তারা।