সনাতন গরাই, দুর্গাপুর :- একদিকে গ্রীষ্মের দাবদাহ অপরদিকে জলকষ্ট। বিধাননগরের ২৬ নং ওয়ার্ডে একাধিক সময় জল মেলেনা বলে দাবি স্থানীয় মানুষের। গত তিন চারদিন আগে থেকে জল পুরোপুরি বন্ধ ছিল বলে জানান একজন গুমতিবালা। আজ অবশ্য এসেছে কিন্তূ কখন কোন সময় থাকে আবার কখন থাকে না কোনো ঠিক নেই।এলাকার মানুষ জানাই ওয়াটার এটিম আছে কিন্তু গত দুবছর আগে থেকে তৈরি হয়ে পড়ে আছে কোনো পরিষেবা মেলেনি কবে মিলবে সেটাও কেউ জানেনা বলে দাবি,তবে এখন কিছুদিন আগে থেকে মাঝে মাঝে মিস্ত্রি আসে ভেতরে কি করে সেটা কেউ জানে না বলে দাবি স্থানীয় দের।
অপরদিকে ২৬ নং ওয়ার্ডের কাউন্সিলর দীপেন মাঝি জানান দুদিন আগে এফ সি আই গেটের সামনে মেনসুইজ পুড়ে যাওয়ায় একদিন বন্ধ ছিল পরিষেবা।তিনি জানান মানুষ সচেতন না হলে এই জলকষ্ট মিটবে না। সবসময় কল খুলে রেখে দেয় আবার প্রায় সময় অপব্যবহার করে নিজের সুবিধা বোঝে। ট্যাংকে জল দিলে সেটার জল ও অপব্যবহার করে বলে জানান কাউন্সিলার দীপেন মাঝি। তিনি বলে ওয়াটার এটিমে ইলেট্রিক সম্যসার জন্য বন্ধ আছে তবে পরিষেবা চালু হয়ে যাবে।