সনাতন গরাই,পশ্চিম বর্ধমান:- জাতি-ধর্ম নির্বিশেষে রক্ত সবার লাল, তবুও কেন ব্লাড ব্যাঙ্কে রক্তের অকাল? প্রচন্ড দাবদাহ আর এই দাবদাহ কে উপেক্ষা করেন দুইজন মহিলা নাগরিক ব্লাড ব্যাংকগুলোতে যাতে রক্তের সংকট না পড়ে সেই প্রচার চালিয়ে যাচ্ছেন।২০২০ এর মধ্যে তাদের আসা ব্লাডব্যাংক গুলোতে ১০০% রক্তের যোগান থাকবে।ব্লাড ব্যাঙ্কগুলিতে যাতে করে রক্তের অভাব না পড়ে ও রক্তের অভাবে যাতে কোনো লোককে মরতে না হয় সেই বার্তা পৌঁছে দিতে, দুইজন মহিলা নাগরিক স্ক্রুটি নিয়ে দেশ ভ্রমণ করছেন।মানুষ যাতে রক্ত দান করতে এগিয়ে আশে সেই বার্তাও পৌঁছে দিচ্ছেন স্কুল কলেজ থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। গত ২১ এপ্রিল টুনা বাস্টিন ও সাজনা আলী তিরুভানান্থাপুরাম(দক্ষিণ ভারত থেকে) তারা যাত্রাপথ শুরু করেন।আজ তারা দুর্গাপুরে আসেন এবং ডঃ বি সি রায় ফার্মেসি কলেজে “ছাত্রদের রক্তদানের বিভিন্ন বার্তা পৌঁছে দেন” পরে তারা আবার তাদের যাত্রা পথ শুরু করেন রাঁচির দিকে। তাদের এই যাত্রা চলবে আগামী ১১মে পর্যন্ত।