প্রবীর মণ্ডল, পূর্ব বর্ধমান :- প্রচন্ড গরমের দাবদাহে হাঁসফাঁস পরিস্থিতি শহর বর্ধমানে। সকাল থেকে অস্বস্তিকর আবহাওয়া। যারা রাস্তায় বের হচ্ছে তারা দ্রুত ঘরে ফেরার চেষ্টা করছে। সকাল থেকে তীব্র গরমে হাঁসফাঁস করা পরিস্থিতিতে সকলেই গিয়ে ঠান্ডা পানীয় দোকানে ভিড় জমাচ্ছেন।এই অস্বস্তিকর পরিস্থিতি থেকে কবে রেহাই পাবে এখনো পর্যন্ত জেনে উঠতে পারছেন না কেউই। তবে আবহাওয়া দপ্তর সূত্রে খুব শীঘ্রই বর্ষা আসছে উত্তরবঙ্গে বলে আভাস দিয়েছে ইতিমধ্যে। স্কুল কলেজ ও সকল মানুষ জন নাজেহাল হচ্ছে এ প্রচন্ড গরমে। এমনকি টোটো চালক রিকশাচালকেরাও সুযোগ পেলে ঠান্ডা পানীয়র দোকানে ভিড় জমাচ্ছেন। যারা কাজের দরকারে বাইরে বের হচ্ছেন তারা এমনকি স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা ও সকলের মুখে রুমাল ও হাতে ছাতা নিয়ে বাইরে বের হচ্ছেন। শহর বর্ধমানে বিকালের দিকে রাস্তাঘাটে যেমন মানুষজনের ভিড় লক্ষ্য করা যায় কিন্তু সকালে আটটার পর থেকে তেমন মানুষজনের ভিড় লক্ষ্য করা যাচ্ছে না ‌। গাড়ি ঘোড়া ও প্রায় সব ফাঁকা যাত্রী নেই। এই প্রচন্ড গরমের হাত থেকে বাঁচতে কবে যে আকাশের দু ফোটা জল পড়বে সেই অপেক্ষায় চাতক পাখির মতন শহরবাসী।