সনাতন গরাই, দুর্গাপুর:- তীব্র গরমে পথচলতি সাধারণ মানুষকে জলছত্র দিয়ে এগিয়ে এলো দুর্গাপুরের বেনাচিতির অন্নপূর্ণা নগরের বিবেকানন্দ প্রগতি সোসাইটি।বেনাচিতি বাজারে পথচলতি মানুষর জন্য এই জলছত্রের আয়োজন করেছিল। গত কয়েকদিন আগে থেকে প্রচন্ড গরমে নাজেহাল হয়ে পড়েছিল দুর্গাপুরবাসী। সেই সাথে দুর্গাপুরের জলকষ্ট জলের এটিএম আছে পর্যাপ্ত জল নেই। বৈশাখ মাসের শেষের দিনে জলছত্র দিয়ে এগিয়ে এলো এই সনস্থা।এই সোসায়াটির একজন সদস্য বাপী সামন্ত জানান, প্রচণ্ড দাবদাহের মধ্যে পথচলতি মানুষকে জলছত্র দিয়ে খুব ই ভালো লাগলো।সাধারণ মানুষের এই ভালোবাসা আমাদের এইরকম বিভিন্ন কাজে অনুপ্রাণিত করবে।