সানওয়ার হোসেন, মুর্শিদাবাদঃ- প্রকাশ্য দিবালোকে বোমা মেরে ও গুলি করে খুন করলো তৃণমূল নেতাকে। নিহত তৃণমূল নেতার নাম সফিউল হাসান (৪৫)। ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার প্রদীপডাঙ্গা মোড় এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় এদিন দুপুরে নিহত তৃনমূল নেতা নিজের বাড়ি লালনগর থেকে নিজের গাড়িতে চেপে হরিহরপাড়া যাচ্ছিল। সেই সময় প্রদীপডাঙ্গা মোড় এলাকায় প্রায় ৭-৮ জন দুস্কৃতি একটি মারুতি গাড়ি নিয়ে এসে পথ আটকায়। তারপর ওই দুস্কৃতিরা তৃনমূল নেতাকে গাড়ি থেকে নামিয়ে প্রথমে বোমা মারে, পরে মৃত্যু নিশ্চিত করতে তাকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তৃনমূল নেতা সফিউল হাসানের। জানা যায় মৃত তৃনমূল নেতার স্ত্রী আরদোসা বিবি স্থানীয় হুমাইপুর গ্রামপঞ্চায়েতের প্রধান। খবর যায় হরিহর পাড়া থানায়, তড়িঘড়ি বিশাল পুলিস বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। দুস্কৃতিদের খোঁজে তল্লাশি শুরু করেছেন হরিহর পাড়া থানার পুলিশ। পুলিস মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাথায়। এলাকায় রয়েছে ব্যাপক উত্তেজনা।