রাহুল রায়, পূর্ব বর্ধমান :- রবিবার সকালে পূর্ব বর্ধমানের সিঙ্গারকোনে দলীয় কার্যালয়ে কালনা ও কাটোয়া মহকুমা হাসপাতালের গ্রীষ্ম কালীন রক্ত সংকট মেটাতে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হল । উক্ত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন কালনা ২নং ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি প্রনব রায় , রাজ্য তৃণমূল কংগ্রেসের আদিবাসী সেলের চেয়ারম্যান দেবু টুডু , কালনা ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি নীলিমা কপ্টি এছাড়াও উপস্থিত ছিলেন ব্লকের কর্মী ও নেত্রী বৃন্দ ।