প্রবীর মণ্ডল,পূর্ব বর্ধমান:- ভোট আমাদের নৈতিক কর্তব্য। সে কর্তব্য পালনের জন্য যুবক-যুবতী বৃদ্ধ-বৃদ্ধা সকালে লাইনে দাঁড়িয়ে সকাল থেকে। আর এখানে প্রশাসনিক ব্যবস্থা রয়েছে খুব ভালো ভাবে। ছুটির দিনে ছুটির মেজাজে চলছে ভোটদান। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন ভোটগ্রহণ শুরু হয়ে গেছে সকাল সাতটা থেকে। এখানে নতুন ভোটারদের আগ্রহ চোখে পড়ার মতো। কোন ভোটারদের ভোটার কেন্দ্রের মধ্যে মোবাইল ফোন বার করতে নিষেধ রয়েছে। এক ভোটদাতা জানান, এখানে আইনি ব্যবস্থা রয়েছে প্রচুর কড়া ভাবে। তারা সকাল সকাল ভোট দিতে এসেছে কারণ যত বেলা বাড়বে ততো প্রচন্ড রোদ পড়ছে প্রচণ্ড গরমে হাত থেকে বাঁচতে তারা সকাল সকাল ভোটের লাইনে। মহিলাদের লাইন চোখে পড়ার মতো কারণ তারা সব কাজ ফেলে সকাল সকাল ভোট দিতে এসেছেন। ভোট দিয়ে গিয়ে তারা বাড়ির কাজ করবে।এবং বয়স্কদের জন্য এবং যারা হাঁটতে চলতে পারে না তাদের জন্য টোটোর ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেক মোড়ে মোড়ে কড়া নিরাপত্তা রয়েছে। আবার কেন্দ্রীয় বাহিনীর টহল ও চলছে। সকাল সকাল ভোটের লাইনে পূর্ব বর্ধমানের বাম চাঁদাইপুর নিম্ন বুনিয়াদি বিদ্যালয় থেকে।
এখনও পর্যন্ত কোনো অশান্তি খবর পাওয়া যাচ্ছে না শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে পূর্ব বর্ধমানের বুথ গুলিতে। এছাড়াও প্রচুর কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে এখন পর্যন্ত ১৬.১২ শতাংশ।