প্রবীর মণ্ডল, পূর্ব বর্ধমান :- পূর্ব বর্ধমানের প্যামড়ায় ইসকন মন্দির কর্তৃপক্ষের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে ‘শ্রী শ্রী রাধামাধবের চন্দন যাত্রা উপলক্ষে নৌকাবিহার উৎসব’। এই উৎসব গতকাল থেকে শুরু হয়েছে। চলবে আগামী ১৩মে পর্যন্ত। উৎসবে সামিল হয়েছে বিভিন্ন জায়গা থেকে আগত ভক্তবৃন্দ। সাত দিন ব্যাপী চলবে এই উৎসব। সূচনা লগ্নে উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিক, নরোত্তম দাস ব্রহ্মচারী।মায়াপুর ইসকন মন্দিরের আদলে এখানে নৌকাবিহার করা হচ্ছে স্থানীয় জলাশয়ে সাত দিন ধরে চলবে নৌকা বিহার উৎসব।এই নৌকাতেই থাকবে সাতদিন রাধাকৃষ্ণ। এখানে দূর দূরান্ত থেকে ভক্তদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। প্রতিদিন থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, গান বাজনা, নাম সংকীর্তন ও একটি করে নাটক। প্রতিদিন অনুষ্ঠান শুরু হচ্ছে বৈকাল সাড়ে ৪টা থেকে রাত্রি সাড়ে ৮ টা পর্যন্ত। তাছাড়াও থাকছে প্রতিদিন প্রসাদ বিতরণী অনুষ্ঠান। এই অনুষ্ঠানের ব্যবস্থাপনায় রয়েছে ইসকন মন্দির অনুমোদিত বর্ধমান নামভট্ট ভক্তবৃন্দ ও পরিচালনায় আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)। এখানকার এক কর্মী জানান তারা প্যামড়ায় ইসকন মন্দিরের একটি শাখা ও মন্দির খুলতে চলেছে।