নিজস্ব সংবাদদাতা, বসিরহাটঃ- ‘সেফ লাইফ সেভ ড্রাইভ’ স্লোগানকে সামনে রেখে পুলিশের পক্ষে শোভাযাত্রা করা হল বসিরহাটে। সোমবার দুপুরে বসিরহাটের বোডঘাট এলাকা থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ইটিন্ডা রাস্তা দিয়ে স্থানীয় টাউন হল এলাকাতে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানে হাজির ছিলেন বসিরহাটের মহকুমা শাসক মৌসম মুখোপাধ্যায়, বিধায়ক দীপেন্দু বিশ্বাস, জেলা পুলিশ সুপার জাবি থামাস কে,অতিরিক্ত পুলিশ সুপার চন্দন ঘোষ,আই সি সুরিন্দার সিংহ, এ আর টি ও রথীন মজুমদার সহ আধিকারিকেরা।
তিন ধর্মের মানুষকে নিয়ে ওই অনুষ্ঠানে তিনজন ট্রাফিক সিভিক ভলেন্টিয়ারকে ভালো কাজের জন্য নগদ অর্থ এবং মোমেন্ট দিয়ে পুরস্কৃত করা হয়। মানুষের মধ্যে স্বচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে কয়েকজনকে হেলমেট দেওয়া হয়।