নিজস্ব সংবাদদাতা, বসিরহাট :- হাসনাবাদ ব্লকের চাইল্ডলাইনের সদস্য ও হিঙ্গলগঞ্জ থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে পাত্র আসার আগেই নাবালিকা মেয়ের বিয়ে বন্ধ করল। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার হিঙ্গলগঞ্জের বরুনহাট পঞ্চায়েতের কাটাখাল গ্রামে ১৬ বছরের এক নাবালিকার বিয়ে ঠিক করেছিলেন পরিবারের লোকেরা। মঙ্গলবার রাতেই বিষয়টি নজরে আসে চাইল্ড লাইনের। তারাই বিষয়টি জানান হিঙ্গলগঞ্জ থানার পুলিশকে। বুধবার সকালে চাইল্ডলাইনের সদস্যরা ও হিঙ্গলগঞ্জ থানার পুলিশ যৌথভাবে অভিযান চালায় কাটাখাল গ্রামে। জানা যায়, হাসনাবাদের পাটলি খানপুর গ্রামের সামিউল গাজীর সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল ওই নাবালিকার। কিন্তু পুলিশি তৎপরতায় পাত্র আসার আগেই বন্ধ করে দেওয়া হয় বিয়ের কাজকর্ম। স্থানীয় স্কুলের শিক্ষকদের সহযোগিতায় বিয়ে বন্ধ করতে সক্ষম হন পুলিশ। পুলিশের বাধার মুখে নাবালিকা মেয়ের বিয়ে বন্ধ করতে মুচলেকা জমা দিতে হয় নাবালিকার পরিবারকে।