সৌগত মন্ডল, বীরভূম :- আজ বিজেপির জেলা সভাপতি শ্যামাপদ মন্ডল সহ বিজেপির প্রতিনিধিদল রামপুরহাট হাসপাতালে দেখা করতে যান রাজ্য যুব মোর্চা সহ-সভাপতি ধ্রুব সাহার সাথে। সাংবাদিক দের প্রশ্নে বলেন, “বীরভূম জেলা পুলিশ বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে ভরচ্ছেন, পুলিশদেরকে মানবিক হতে অনুরোধ করছি “।