পান্ডব গরাই, পুরুলিয়া :- ১লা ভাদ্র পুরুলিয়ায় অঘোষিত বন্ধের চেহারা নেয় পুরুলিয়া। শুনসান পথঘাট। এদিন মানুষ ঘর থেকে বেরোন না। কারণ শ্রাবন সংক্রান্তির দিন উপোস করে থেকে মনসার পুজো দেন জেলার আমজনতা। প্রতিটি পরিবার দিদিকে নিবেদন করেন অন্ততঃ একটি হাঁস। সেই হাঁসের মাংস দিয়ে ভাত খেয়ে পরদিন পালন করেন মানুষ। মনসার পুজোয় ব্রাহ্মণ পুরোহিত অবশ্যক নয়। তাই এটি সার্বজনীন উৎসব পুরুলিয়ায়।

পুজোয় বলি দেওয়ার জন্য লক্ষাধিক হাঁসের যোগান দিতে বাজারে আসে মেদিনীপুর বর্ধমানের খামার থেকে হাঁস বিক্রি হয় ৩৫০-৪০০ টাকা দরে। হাঁসের জমজমাট বাজার থাকে প্রায় এক সপ্তাহ। প্রতি বছরের মতো এবারও জেলা জুড়ে জমজমাট হল মনসা পুজো।