নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া :- পুরুলিয়া জেলার হুড়ার লালপুরে রক্তাক্ত ক্ষতবিক্ষত অবস্থায় এক মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল।জানা যায়, আজ সকালে হঠাৎ মৃতদেহটি দেখতে পায় স্থানীয়রা। তারপরেই সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি সেখান থেকে উদ্ধার করে।উদ্ধার করা হয় একটি মোবাইলও।
পুলিশের প্রাথমিক ধারনা,ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে ওই ব্যক্তিকে।পুলিশ সূত্রে জানা যায়, মৃত ব্যক্তির নাম স্বপন বাউরি (৩৫)। বাড়ি হুড়া থানার জোড়বেরিয়াতে।তিনি পেশায় কবিরাজী ছিলেন।পুলিশ সূত্রে আরও জানা যায়, তার পরিবারের লোকজন খুনের মামলা দায়ের করেছে থানায়।