নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- উত্তর ২৪ পরগণার দমদম কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায় জনসংযোগের মাধ্যমে প্রচার সারলেন। মঙ্গলবার পানিহাটি মহাবিদ্যালয়ে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি প্রচারের কাজ সেরে ফেলেন। নতুন ভোটারদের কাছে মমতা বন্দোপাধ্যায় জনমুখী প্রকল্পগুলির সফলতা তুলে ধরেন তিনি । সাংসদ হিসাবে তাঁর করা উন্নয়নমূলক কাজের চিত্রও তুলে ধরেন। এই কর্মসূচিতে তাঁর সাথে ছিলেন বিধায়ক নির্মল ঘোষ, পানিহাটি পুরসভার পুরপ্রধান স্বপন ঘোষ সহ আরও সব পুরপ্রতিনিধিরা। নির্মল ঘোষ বলেন “মমতা বন্দোপাধ্যায়ের উন্নয়ন ও সাংসদের কাজের নিরিখে ভোট হবে। আমাদের প্রার্থী কমপক্ষে ৫০ হাজার ভোটে এই বিধানসভা থেকে এগিয়ে থাকবেন”।