সুজয় মন্ডল, বসিরহাট :- হিঙ্গলগঞ্জ এর পাঠঘড়া গ্রামের বাসিন্দা জয়দেব মিস্ত্রির ছেলে সৈকত। জানাযায় ইমারতি ও বস্ত্র ব্যবসায়ী জয়দেব মিস্ত্রি। সোমবার পহেলা বৈশাখ উপলক্ষে পাঠঘড়া নতুন হাটে দোকানে হালখাতা থাকায় সকাল থেকেই ব্যস্ততা ছিল পরিবারের সদস্যদের মধ্যে। ব্যস্ততার মধ্যেই সকলের নজর এড়িয়ে খেলা করতে করতে বারান্দা থেকে নেমে যায় দু’বছরের সৈকত। সকাল দশটা নাগাদ তার খোঁজ শুরু করেন পরিবারের লোকেরা। তখনই বাড়ির সামনে পুকুরের জলে উপুড় হয়ে শিশুটিকে ভাসতে দেখতে পান সকলে। তড়িঘড়ি জল থেকে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যান তারা। চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পরে শিশুটিকে মৃত বলে জানিয়ে দেন ওই চিকিৎসক। শিশুটির মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে পরিবারে।