ঋদ্ধি ভট্টাচার্য,কলকাতা :- পরিচালক গৌতম ঘোষ-এর “বেয়ন্দ দ্যা হিমালয়াস” বই প্রকাশ অনুষ্ঠান হল। উপস্থিত ছিলেন সাহিত্যিক কুনাল বসু,পরিচালক অপর্ণা সেন সহ জাহর সরকার এবং জাগন্নাথ গুহ। পার্ক স্ট্রিট অক্সফোর্ড বই বিপণ-এ হয় এই অনুস্থানে।
বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবারঃ- প্রতি বছরের মতো এবছর মগরাহাট পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লার ব্যবস্থাপনায় ও...