ঋদ্ধি ভট্টাচার্য,কলকাতা :- পরিচালক গৌতম ঘোষ-এর “বেয়ন্দ দ্যা হিমালয়াস” বই প্রকাশ অনুষ্ঠান হল। উপস্থিত ছিলেন সাহিত্যিক কুনাল বসু,পরিচালক অপর্ণা সেন সহ জাহর সরকার এবং জাগন্নাথ গুহ। পার্ক স্ট্রিট অক্সফোর্ড বই বিপণ-এ হয় এই অনুস্থানে।
সুজয় মন্ডল, টাকিঃ- ম্যানগ্রোভ ধ্বংস রুখতে পর্যবেক্ষণ বিজ্ঞান মঞ্চের রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিনিয়ত অসাধু ব্যবসায়ীদের চক্রান্তে দখল হচ্ছে নদীর পাড়। স্বার্থসিদ্ধি চরিতার্থে...