পাণ্ডব গরাই, পুরুলিয়াঃ- খুবই মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ কেড়ে নিলো এক পুলিশ কর্মীর। মৃত পুলিশ কর্মীর নাম শুভজিৎ মুখার্জী। পুরুলিয়া রঘুনাথপুর থানার ব্লক ডাঙ্গার বাসিন্দা শুভজিৎ। সে সাব ইন্সপেক্টর পদ মর্যাদার পুলিশ ছিলেন। সম্প্রতি তাঁর বাবা মারা যান। সেই কাজেই আত্মীয় বাড়ি যাওয়ার পথে পুরুলিয়া বাঁকুড়া রাজ্য সড়ক পথে একটি ডাম্পার তাকে ধাক্কা মারে। রঘুনাথপুর মহকুমা সুপার স্পেশালিস্ট হাসপাতালে আনা হলে, সেখানেই তাঁর মৃত্যু হয়।