সংবাদদাতা, বারাসাত :- পঞ্চায়েতে অনিয়ম, রাস্তার কাজে টাকা নয়ছয়- এর অভিযোগে রাস্তা অবরোধ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার দত্ত পুকুর ২ নং গ্রামপঞ্চায়েত। অভিযোগ, এই পঞ্চায়েতে রাস্তা তৈরির নাম করে প্রায় ৫৬ লক্ষ টাকা জালিয়াতি করে কাটমানি সরিয়েছে শাসকদলের প্রধান। আজ রাস্তার কাজের টাকা আত্মসাতের বিরুদ্ধে মিছিল করে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় বিজেপি সমর্থকরা। এমনকি দফায় দফায় যশোর রোড অবরোধ করা হয়। যদিও শাসকদলের প্রতিনিধিরা অভিযোগ অস্বীকার করেছে।এলাকায় মোতায়েন পুলিশ।
এলাকায় ইট বৃষ্টি তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে এলাকায় উত্তেজনা । ঘটনাস্থলে এসডিপিও বারাসতের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ।