সুজয় মণ্ডল, বসিরহাট :- বিগত কয়েক বছর আগে ঘটে যাওয়া সেই নৃশংস হত্যাকাণ্ড ন্যাজাট থানার অন্তর্গত ভাঙ্গি পাড়া তিন তিনটি জলজ্যান্ত যুবক মারা যায়। এখনও একজন নিখোঁজ সেই সপরিবারে সব রাজনৈতিক দল একে একে আসা-যাওয়া বন্ধ করে দিয়েছে। তখনই ভাঙ্গি পাড়ার ঘটনা যখন ধিরে ধিরে ভুলতে চলেছে অনেকেই। তখন দুর্গাপূজার মহাসপ্তমীতে স্বয়ংসেবক একজন সমাজসেবী ও প্রাইমারি স্কুলের শিক্ষক রাজেশ বাবু সাক্ষাৎ করে এলেন সেই অসহায় পরিবারের সাথে, কথা বলে এলেন। কেমন আছেন তারা।