চঞ্চল মিস্তিরী, বাংলাদেশ প্রতিনিধি :-
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলীল পদোন্নতি পেয়ে নির্বাহী প্রকৌশলী হওয়ায় তাঁকে বিদায় সংবর্ধনা দিয়েছে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, অফিসার্স ক্লাব ও উপজেলা ঠিকাদারবৃন্দ। ৫ আগস্ট সোমবার সকাল ও বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তন ও অফিসার্স ক্লাব মিলনায়তনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
ওই সকল সংবর্ধনা সভায় পৃথক পৃথক ভাবে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান। বক্তব্য রাখেন,সহকারী কমিশনার(ভূমি)মোঃ ইয়াছিন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, মহিলা ভাইস চেয়ারম্যান আরজুমান পারভীন, উপজেলা কৃষি অফিসার পুষ্পেন্দু বড়ুয়া, বিদায়ী উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলীল, নবাগত উপজেলা প্রকৌশলী শেখ মাহফুজুল হোসেন, বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল খায়ের প্রমূখ।
এ সময় বিদায়ী উপজেলা প্রকৌশলী ইব্রাহীম খলীলকে ফুল দিয়ে সংবর্ধিত করেন, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সদস্য ফখরুল ইসলাম রাহাত, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জহিরুল ইসলাম তানভীর, চরকাঁকড়া ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ হানিফ সবুজ,বিশিষ্ট ঠিকাদার ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান।
কোম্পানীগঞ্জ উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলীল পদোন্নতি পেয়ে নির্বাহী প্রকৌশলী হওয়ায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর ঢাকায় প্রধান কার্যালয়ে যোগ দিচ্ছেন। অপরদিকে চাটখিল উপজেলা প্রকৌশলী শেখ মাহফুজুল হোসেন কোম্পানীগঞ্জ উপজেলা প্রকৌশলী হিসেবে যোগদান করেন।