চঞ্চল মিস্তিরী, বাংলাদেশ প্রতিনিধি :- নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নাজিম উদ্দিন(২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার সকালে নোয়াখালী থেকে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত নাজিম উদ্দিন চৌমুহনী শহরের গনিপুর গ্রামের মনির মিয়ার বাড়ির মোঃ রুহুল আমিন মিয়ার মেজ ছেলে।জানা গেছে,শনিবার সন্ধায় নাজিম হঠাৎ জ্বরে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে পরিবারের লোকজন দ্রুত চৌমুহনীর কলেজ রোডের রাবেয়া হাসপাতালে নিয়ে যায়। সেখানে পরীক্ষায় তার ডেঙ্গু জ্বর ধরা পড়লে তাকে দ্রুত নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করে ডাক্তাররা। রাতে অবস্থার অবনতি হলে সদর হাসপাতালের ডাক্তাররা তাকে ঢাকায় প্রেরন করেন। ভোরে নাজিমের স্বজনরা তাকে ঢাকায় নেয়ার পথেই তার মৃত্যু হয়। নাজিমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।রবিবার বিকালে এ ব্যাপারে জানতে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবাসিক মেডিকেল অফিসার অসিম কুমারের মোবাইলে একাধিকবার কল করলেও তা বন্ধ পাওয়া যায়।এ নিয়ে নোয়াখালীতে সরকারী হিসেবে ডেঙ্গিতে আক্রান্তে দুজনের মৃত্যু হিসাব থাকলেও বেসরকারী ভাবে মোট চার জনের মৃত্যু হলো।