Advertisement

অলোক আচার্য, মধ্যমগ্রামঃ- রাজ্য জুড়ে শনিবার সাড়ম্বরে পালিত হয় দেশপ্রেমিক বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তী উদযাপন। দিনটি দেশনাযক দিবস হিসাবে পালিত হয়। উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রাম সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে রবীন্দ্র পল্লী নজরুল স্মারক মঞ্চে সাড়ম্বরে হল নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তী উদযাপন ।শুরুতে সকালে এক সুসজ্জিত বর্ণাঢ্য শোভাযাত্রা হয়।এরপর জাতীয় পতাকা উত্তোলন করেন উৎসব কমিটির চেয়ারম্যান আইনজীবী কমলেশ চন্দ্র সাহা। উপস্থিত বিশিষ্ট জনেরা বিভিন্ন সহযোগী সংগঠনের সংগঠকরা নেতাজির ছবিতে মালা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

প্রভাতী সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত শিল্পী কলাকুশলিরা একক ও সমবেত দেশাত্মবোধক বাউল গান নৃত্য কবিতায় নেতাজি কে স্মরণ করেন। অংশগ্রহণ করেন সংগীত শিল্পী তানিয়া দাম, আন্তর্জাতিক বাউল শিল্পী গনেশ চন্দ্র রায় বাউল, শিশু শিল্পী চিরশ্রী দাস, শিল্পী প্রিয়াঙ্কা গোলদার, স্বাতী জানা, পৌলমী হালদার, হোমিওপ্যাথি চিকিৎসক ডাঃ দীপ্তি রায়, সুতপা নাথ, নৃত্যে শর্মি হাওলাদার। দুপুরে স্হানীয কবিগুরু শিক্ষায়তন প্রাথমিক বিদ্যালয় শ্রেণী কক্ষে হয় কলকাতা আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের চিকিৎসকদের সহযোগিতায় বিনামূল্যে থ্যালাসেমিযা বাহক নির্নাযক শিবির।

পাশাপাশি হাসনাবাদ সুধা ইনফোসিস মেডিক্যাল ও নার্সিং ট্রেনিং সেন্টার এবং বাগুইআটি নিউ লাইফ নার্সিং হোমের সহযোগিতায় বিনামূল্যে স্বাস্থ্য শিবির। মঞ্চে উপস্থিত ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিস্টেম ম্যানেজার ড. সমীর চন্দ্র দাস, শিবপুর আই আই এস টি কলেজের সহকারী অধ্যাপক ডঃ অতীন মিত্র, আইনজীবী পায়েল মিত্র, ডাঃ সোমদত্তা ভৌমিক, ডাঃ সুজয় ভট্টাচার্য, সুধা ইনফোসিস মেডিক্যাল ও নার্সিং ট্রেনিং সেন্টার সিও অপর্না মজুমদার, উৎসব কমিটির যুগ্ম আহ্বায়ক বীরেন্দ্র রঞ্জন মজুমদার, ডাঃ দীপ্তি রায়, সঙ্গীতা হালদার, শংকর গাঙ্গুলী সহ বিশিষ্ট জনেরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 − eleven =