নীরব নিশীথ রাতে
// চঞ্চল মিস্তিরী //
শরৎ এর ছোয়া লেগেছে গায়
ঘর ছারা তাই বেড়াই গুরে।
নীরব নিশীথ রাতে
জল আসে আঁখি পাতে
কেন কি কথা স্মরনে রাজে
বুকে কার হতাদর বাজে
কোন ক্রন্দন হিয়া মাঝে
ওঠে গুমারি ব্যর্থ তাতে
আর জল ভরে আঁখি পাতে।।
ব্যর্থ জীবন বেদনা জাগায়
নীশিথে লুকাতে নারি আমায়
গোপনে একাকি শয়নে
ছিল সেদিন এমনি নিশা
বুকে জেগেছিল শত তৃষা
তারি ব্যর্থ নিশাস মিশা
ওই শিথিল শেফালীকাতে
আর পূরবীর বেদনাতে।।
নীরব নিশীথ রাতে
পড়বে মনে সেই সাথে
বাঁধবে বুকে দুঃখ রাতে
আপনি গালে যাচবে চুমা
চাইবে আদর মাগবে ছোয়া
দেখবো গভীর রাতে
নীরব নিশীথ রাতে।।