নিজস্ব সংবাদদাতা :- গতকাল সন্ধ্যায় জলঙ্গি থানার পুলিশ ধনিরামপুর গ্রাম থেকে ১৫০ বোতল ডায়ালেক্স সিরাপ (কোডেইন ফসফেট এবং ক্লোরোফেনিরামাইন সিরাপ ) মাল সমেত গ্রেফতার করল সুখেন্দ্র নাথ সরকার (৫০) নামে এক ব্যক্তি কে । ধৃতের কাছে ১৫০ বোতল সিরাপ পাওয়া গেছে, গোপন আস্তানায় আরও খোঁজ চলছে। ধৃত কে প্রাথমিক ভাবে ৫ দিনের জন্যে হাজতে নিয়ে ধৃতের বিরুদ্ধে ২১/সি/২৯ ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে বলে পুলিশ জানায়। নিষিদ্ধ ওই সিরাপটি নেশার কাজে ব্যবহার হয় বলে জানা গেছে।